গুগল অ্যাডসেন্স কেনো সাসপেন্ড হয় ? গুগল অ্যাডসেন্স সাসপেন্ড কিভাবে প্রতিরোধ করবো ?

 গুগল অ্যাডসেন্স কেনো সাসপেন্ড হয় ? গুগল অ্যাডসেন্স সাসপেন্ড কিভাবে প্রতিরোধ করবো ?


গুগল অ্যাডসেন্স ব্যাবহারের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে । সামান্য কিছু নিয়ম-নীতি গুলো ভঙ্গ করার কারণে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য বন্ধ করা হয়। তবে আপনি যদি বেশ বড় কোনো নিয়ম নীতি ভঙ্গ করে থাকেন , তাহলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সারা জীবনের জন্য সাসপেন্ড করবে গুগল অ্যাডসেন্স টিম।

গুগল অ্যাডসেন্স কেনো সাসপেন্ড হয় ? গুগল অ্যাডসেন্স সাসপেন্ড কিভাবে প্রতিরোধ করবো ?


গুগল অ্যাডসেন্স কেনো সাসপেন্ড হয় ?


যেকোনো অবৈধ কাজ করার কারণে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয় । অবৈধ কাজ বলতে , গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি ভঙ্গ করে এমন সকল কাজ । অর্থাৎ গুগল অ্যাডসেন্স-এর যে নির্দিষ্ট নিয়ম নীতি গুলো রয়েছে তার বাইরে কাজ করা ।


এক বা একাধিক ব্যাক্তি বিজ্ঞাপনগুলিতে বরাবর ( একসাথে অনেকগুলো ) ক্লিক করার কারণে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয় । যেটা গুগল অ্যাডসেন্স প্রোগ্রামের নীতি গুলো দ্বারা নিষিদ্ধ । গুগলে অ্যাডসেন্স বিজ্ঞাপনে ক্লিকের ফলাফল অবশ্যই আসল ব্যাবহারকারীর আগ্রহের ফলে । প্রকাশকরা (অ্যাডসেন্সের মালিক ) অন্যদের তাদের বিজ্ঞাপনগুলি রিফ্রেশ বা ক্লিক করতে বলতে পারবে না। ব্যাবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর জন্য, ক্লিক করার জন্য অর্থ প্রধান করা সম্পূর্ন নিষিদ্ধ । এবং টাকা দিয়ে ট্রাফিক কেনা বা প্রতারণামূলক সফটওয়্যার ব্যাবহার একদম নিষিদ্ধ ।


গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী :-


• ক্লিকের জন্য ক্লিক ( click for click )

• নিজের সাইট নিজেই দেখা বা বিজ্ঞাপনে ক্লিক করা  


• অনেকেই টাকার লোভে ক্লিকের জন্য ক্লিক বা পেজ ভিউয়ের জন্য পেজ ভিউ করে থাকে । কিন্তু click for click অ্যাডসেন্স এর জন্য খুব মারাত্বক । এগুলা গুগল খুব সহজেই বুঝতে পারে বা invalid হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।


• গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময়, গুগল আপনার আইপি অ্যাড্রেস ( IP address ) তাদের database এ সংরক্ষণ করে রাখে । পরবর্তীতে আপনি যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করেন , ঠিক তখনই তারা বুঝতে পারে । 


কিভাবে গুগল অ্যাডসেন্স সাসপেন্ড প্রতিরোধ করবো ?


একটু নিজের সচেতনাই পারে এটা প্রতিরোধ করতে । আপনি মনে রাখবেন , গুগল আপনার চেয়েও অনেক বেশি চালাক এবং বুদ্ধিমান । তাই অসৎ ভাবে অতিরিক্ত ইনকামের চিন্তা না করাই ভালো । 

যে কাজগুলো ভুলেও করবেন না :


নিজের সাইটের বিজ্ঞাপনে নিজে ক্লিক করা

• টাকা দিয়ে ট্রাফিক কেনা 


• নিজের সাইটের বিজ্ঞাপন নিজেই ভিউ বা ক্লিক করলে ১০০% গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড করবে । আপনি এটা থেকে দূরে থাকুন ।

• বিভিন্ন সময় আমরা টাকা দিয়ে ট্রাফিক কিনে থাকি । এবং ক্লিকের জন্য ক্লিক করে থাকি । এটা একদম মারাত্বক সাইটের জন্য । বেশির ভাগই ক্লিকের জন্য ক্লিক করলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ।


Post a Comment (0)
Previous Post Next Post