CPC কি ? অ্যাডসেন্স CPC বাড়ানোর উপায়

 

CPC কি ? অ্যাডসেন্স CPC বাড়ানোর উপায় 


অনলাইনে ব্লগ থেকে ইনকামের জন্য গুগল এডসেন্স সবচেয়ে ভালো একটি প্লাটফরম। যদিও একটি ব্লগ থেকে অনলাইনে ইনকামের জন্য আরো কিছু উপায় রয়েছে। তবে গুগল এডসেন্স জনপ্রিয় অনলাইন আয়ের সেরা মাধ্যম। আর এডসেন্স থেকে বেশি পরিমাণে ইনকাম করার জন্য CPC অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তাই এডসেন্স থেকে ইনকাম বৃদ্ধি করতে অবশ্যই CPC বাড়াতে হবে । 

CPC কি ? অ্যাডসেন্স CPC বাড়ানোর উপায়


এডসেন্স CPC কি ?

CPC এর পূর্ণরূপ হচ্ছে :- Cost Per Click

ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করে, তখন সেই ক্লিক থেকে কীরূপ ইনকাম হবে- তা সম্পূর্ণ নির্ভর করে CPC এর উপর।


সহজ ভাষায় বলতে গেলে , ভিজিটরদের প্রতি ক্লিকে গুগল এডসেন্স থেকে আপনার কি পরিমাণে ইনকাম হচ্ছে সেটা নির্ভর করে অ্যাডসেন্স CPC কত তার উপর। যদি আপনার CPC 0.10$ থাকে তাহলে প্রতি ক্লিকের জন্য আপনাকে 0.10$ দেওয়া হবে ।

কেনো CPC গুরুত্বপূর্ণ ?

গুগলের এডসেন্স থেকে ইনকাম বাড়ানোর জন্য CPC অনেক বেশি গুরুত্বপূর্ন । আমরা যখন প্রথম গুগল এডসেন্স ব্যাবহার করা শুরু করি, তখন গুগল অ্যাডসেন্স এর CPC এর পরিমাণ থাকে খুব কম । প্রথম প্রথম সাধারণত বেশির ভাগ CPC থেকে 0.03 $ . [ 100 সেন্ট = 1$ ]


 সঠিকভাবে কাজ করলে কিছু দিনের মধ্যেই CPC এর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। যখন CPC বাড়বে তখন ভিজিটরের প্রতি ক্লিকে জন্য 0.08$ থেকে 0.80$ পর্যন্ত পেতে পারেন বা আরোও অনেক বেশি ইনকাম হতে পারে।

সুতরাং বুঝতেই পারছেন, এডসেন্স এর সর্বোচ্চ সুবিধা পেতে আর বেশি পরিমাণে গুগল এডসেন্স থেকে আয় করার জন্য CPC ( সিপিসি ) এর গুরুত্ব কেমন ।

অ্যাডসেন্স CPC কিভাবে বাড়াবো ?

সর্বপ্রথম আপনাকে ভালো একটি নিশ বেছে নিতে হবে । নিশ (niche) হচ্ছে , আপনি যে বিষয়ের উপর আপনার ব্লগে পোস্ট প্রকাশ করবেন। আপনি যদি গুগল এডসেন্স সিপিসি ( CPC ) বাড়িয়ে নিতে চান, তাহলে হাই সিপিসি দেয় এমন কীওয়ার্ড বা niche বেছে নিতে হবে।

হাই CPC কিছু niche --

• অনলাইন শিক্ষা

• ব্লগিং টিপস এবং অনলাইন ইনকাম 

• সাস্থ্য টিপস

• বিজ্ঞান ও প্রযুক্তি

• ইন্টারনেট & টেলিকম

• মোবাইল ও কম্পিউটার


সঠিক কিওয়ার্ড যাচাই করুন

দ্বিতীয় যে বিষয়টি অধিক গুরুত্বপূর্ন সিপিসি ( CPC ) বাড়ানোর জন্য তা হচ্ছে , সঠিক কিওয়ার্ড গুলো সঠিকভাবে প্রয়োগ করা। যে নিশগুলো বেশি সিপিসি দেয়, সেই Related কিওয়ার্ড গুলো বেশি CPC প্রদান করে থাকে । তাই আপনি যে বিষয়ে পোস্ট প্রকাশ করবেন সেই Related পোস্টও প্রকাশ করুন ।


কিভাবে High CPC keyword গুলো খুজে বের করবো ?

High CPC Keyword গুলো খুঁজে বের করার জন্য ফ্রীত অনেকগুলো tools আছে । যেগুলো ব্যাবহার করে High CPC keyword বের করতে পারবেন ।

এমন কিছু অনলাইন ফ্রি tools আছে , যেগুলো ব্যাবহার করে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি, ব্যাকলিংক অডিট, কিওয়ার্ড পজিশন চেক সহ আরোও অনেক সুবিধা ফ্রীতেই নিতে পারেন।


কীওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রি ও সেরা টুল গুলো হচ্ছে -


• SEMrush

• Ahref

• Neilpatel


এ সবগুলো টুলই ফ্রী ভার্শন এবং premium ভার্শন দুইটাই আছে , তবে আপনি যদি ফ্রি ভার্শন ব্যাবহার করেন তাহলে কিছু সুবিধা আপনি পাবেন না । 

আপনি একজন সফল ব্লগার হতে চান, তাহলে আপনার অবশ্যই উচিত হবে- এদের মধ্যে যেকোনো একটি পেইড ভার্শনটি কিনে ব্যাবহার করা ।


CPC বৃদ্ধি করতে Organic traffic বৃদ্ধি করুন :-

শুধু সিপিসি বাড়ানোর জন্য organic traffic গুরুত্তপূর্ণ না । ব্লগটি টিকিয়ে রাখার জন্যও Organic traffic অনেক গুরুত্বপূর্ন । Facebok , instagram , Youtube বা রেফারাল ট্রাফিক কে গুগল বেশি মূল্য দেয় না । গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দেয় Organic traffic কে । তাই ব্লগে অর্গানিক ট্রাফিক নিয়ে আসা জরুরী একটা বিষয় ।

অর্গানিক ট্রাফিক বলতে বুঝায়:- যে সকল ট্রাফিক গুলো কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয় , সরাসরি বিভিন্ন সার্চ ইঞ্জিন ( Google , Bing , Yahoo ) থেকে ওয়েব অনুসন্ধানের মাধ্যমে আসে তাকে Organic traffic বলে । 


ওয়েবসাইট ভালো ভাবে SEO করুন

আপনি যদি আপনার ওয়েবসাইটে ভালোভাবে SEO করতে পারেন তাহলে অ্যাডসেন্স CPC বাড়বে , বাড়তে বাধ্য। সেও করার পাশাপাশি আপনাকে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর নিয়ম গুলো ভালোভাবে জানতে হবে এবং চর্চা করতে হবে । যেভাবেই হোক , অ্যাডসেন্স CPC বা গুগল অ্যাডসেন্সের ইনকাম এর পরিমাণ বাড়ানোর জন্য ট্রাফিক ম্যানেজ করতে ই হবে । 

সব ধরনের বিজ্ঞাপন ওয়েবসাইটে ব্যাবহার করুন

অ্যাডসেন্স এ থাকা সর্বপ্রকারের এডস-ই ব্যবহার করুন। বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন ব্যাবহার করার ফলে CPC এর পরিমাণ বেড়ে যাবে। এবং Ads গুলোতে ক্লিকের পরিমাণ ও বেড়ে যাবে। তাই Adsense CPC বাড়ানোর জন্য কমবেশি সবধরনের বিজ্ঞাপনই ব্যবহার করুন।

বেশি পে করে এমন এডস ব্যাবহার করুন

আপনি যখন সবধরনের এডস আপনার ব্লগে ব্যাবহার করবেন, তখন এডসেন্স ড্যাশবোর্ড থেকে আলাদা আলাদা রেজাল্ট দেখতে পাবেন। কোন বিজ্ঞাপন কি ধরনের pay করে থাকে সেটা যাচাই করে , সেই বিজ্ঞাপন ব্যাবহার করুন ।


Post a Comment (0)
Previous Post Next Post