ব্লগে পোষ্টের নিচে Related post add করার নিয়ম ( How to add Related post in blogger )
আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে " ব্লগে পোষ্টের নিচে Related post add করতে হয় সেই নিয়ম সম্পর্কে " ( How to add Related post in blogger ) ।
অনেক ভালো মানের এবং ভালো ডিজাইনের অসংখ্য টেমপ্লেট রয়েছে , কিন্তু বেশিরভাগ ব্লগার টেমপ্লেট বা থিমের মধ্যে Related post থাকেনা । মানে পোষ্টের নিচে ব্লগের Related post দেখায় না । আজকের পোস্ট তাদের জন্য , যাদের ব্লগের থিমের মধ্যে Related পোস্ট না বা এই সমস্যাটি আছে ।
তবে চিন্তা করার কোনো কারণ নেই , এই কাজটি করার জন্য কোনো টেমপ্লেট পরিবর্তন করতে হবে না । আপনি আপনার বর্তমান টেমপ্লেটের মধ্যেই খুব সহজেই Related post অ্যাড করতে পারবেন শুধু মাত্র কিছু HTML/javascript কোড দিয়েই ।
ব্লগে Related post থাকা কতটা গুরুত্বপূর্ণ ?
ভালো মানের ব্লগ হিসেবে তুলে ধরতে , ব্লগের মধ্যে Related post অনেকটাই গুরুত্বপূর্ণ । পোষ্টের নিচে Related Post থাকার ফলে -
• বাউন্স রেট কমে যায়
• পেজ ভিউ বৃদ্ধি পায়
• ভিজিটরের রুচি অনুযায়ী পোস্ট খুজে যায়
• এভারেজ ভিজিট টাইম বৃদ্ধি পায়
• ওয়েবসাইটের জন্যে বাউন্স রেট খুব গুরুত্বপূর্ন একটা বিষয় । বাউন্স রেট হচ্ছে - পাবলিশার এবং ভিজিটরের সম্পর্ক । ভিজিটর ব্লগে যতো কম সময় ভিজিট করবে , বাউন্স রেট ততই। বেশি হবে । কিন্তু পোষ্টের নিচে Related Post থাকলে , সেই পোস্ট পড়ার সম্ভাবনা বেশি থাকে ফলে বাউন্স রেট কমে যায় ।
• ব্লগ থেকে ভালো মানের ইনকাম করতে পেজ ভিউয়ের ( PV) প্রয়োজন বেশি । পেজ ভিউ যতো বেশি হবে বিজ্ঞাপন তত বেশি শো করবে এবং বিজ্ঞাপনে বেশি ক্লিক পড়বে ।
• পোষ্টের লেভেল বা ক্যাটাগরি অনুযায়ী Related Post শো করে । ফলে Related post ভিজিটরের রুচি অনুযায়ী হয়ে থাকে ।
• ব্লগে Related post থাকার ফলে এভারেজ ভিজিট টাইম বৃদ্ধি পায় ।
কিভাবে ব্লগে Related পোস্ট অ্যাড করবো ?
খুব সহজেই এবং কম সময়ের মধ্যেই ব্লগে Related পোস্ট অ্যাড করা সম্ভব । ব্লগে Related post add করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন :
• প্রথমে Blogger Dashboard এ login করুন
• তারপর, theme এ ক্লিক করুন
• তারপর , Edite HTML এ ক্লিক করুন
ধাপ ১: নিচের কোড কপি করুন , এবং <data.post.body/> এর নিচে copy-past করে save করুন।
ধাপ ২: নিচের কোড কপি করুন , এবং </style> বা ]]</b:skin> এর উপরে copy-past করে save করুন ।