আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ( you have already an adsense account ) : কিভাবে সমাধান করবো ?
নতুন ব্লগার তাদের ব্লগিং ক্যারিয়ারে এই সমস্যার মধ্যে পরে থাকে । ব্লগিং শুরু করার কিছু দিনের মধ্যেই তারা ইনকাম করার চিন্তা করে থাকে। কিন্তু তাদের ভিজিটরের প্রতি কোনো খেয়াল থাকে না । হুট করেই অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে , অ্যাডসেন্স এর নিয়ম নীতি পড়া ছাড়াই।
কিন্তু গুগলে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে হলে ভিজিটর থাকতে হবে পর্যাপ্ত পরিমানে । ভিজিটর ছাড়া অ্যাডসেন্স এর কোনো মূল্যই নেই। অনেকেই বলে অ্যাডসেন্স সোনার হরিণ । অ্যাডসেন্স পাওয়া অনেক কঠিন ! কিন্তু আমি মনে করি অ্যাডসেন্স পাওয়া অনেক সহজ কিন্তু অ্যাডসেন্স পেয়ে সঠিক ভাবে ইনকাম করাটা অনেক কঠিন।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ভাগ করবো, কিভাবে " আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে " এই সমস্যার সমাধান করবো ।
তার আগে জেনে নেই অ্যাডসেন্স পেতে বা অ্যাপ্লাই করার জন্য কি কি প্রয়োজন :
গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে ইউনিক পোস্ট । আর ইউনিক পোস্ট বলতে বুঝায় , অন্য ওয়েবসাইটে যে পোস্ট গুলো আছে তার সাথে আপনার ব্লগ পোস্ট যেনো পুরোপুরি মিলে না যায়।
বাংলা ওয়েবসাইটের জন্য ৪০০+ ওয়ার্ড ২০-২৫ টা পোস্ট লিখেই অ্যাডসেন্স পাওয়া যায়। সাথে ৩ টা পেজে থাকতে হবে (বাধ্যতামূলক ) ১. About Us ২. Contact Us ৩. Privacy & policy । এই ৩ টা পেজে থাকতেই হবে । তবে আরো কিছু পেজে থাকলে সবচেয়ে ভালো হয় এবং গুগল বেশি গুরুত্ব দেয় । আরো কিছু পেজে বলতে , Disclaimer , Terms and conditions , sitemap । আমি আপনাকে এই মোট ৬ টা পেজ রাখার জন্য অনুরোধ করবো । তবে আপনি চাইলে শুধু প্রথম ৩ টা পেজ রাখতে পারেন। এবং প্রথম ৩টা পেজ দিয়েই অ্যাডসেন্স পাওয়া যায়।
আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে : কিভাবে সমাধান করবো ?
গুগলের শর্ত অনুযায়ী একজন মানুষের জন্য একটা অ্যাডসেন্স । একজন মানুষ সর্বোচ্চ একটা অ্যাডসেন্স ব্যাবহার করতে পারবে । কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়েই অনেক গুলো সাইট পরিচালনা করতে পারবেন। একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট create করার ফলে এই সমস্যাটি হয়ে থাকে ( you have already an adsense account )
তবে এই সমস্যাটি সমাধান করাও খুব কঠিন কিছু না ।
এই সমস্যাটি সমাধান করতে যে কাজ গুলো করতে হবে :
★ অন্য ফোনে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে ।
অন্য ফোনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে কাজ গুলো করবেন -
• আগে যে অ্যাড্রেস ব্যাবহার করেছিলেন তা বাদে অন্য অ্যাড্রেস ব্যাবহার করবেন ।
• আগে যে ফোন নম্বর ব্যাবহার করেছিলেন সেটা বাদে অন্য ফোন নম্বর ব্যাবহার করবেন ।
• আগে যে নাম ব্যাবহার করেছিলেন সেটা বাদে অন্য নাম ব্যাবহার করবেন ।
অ্যাডসেন্স পাওয়ার পরে আপনার অ্যাড্রেস , নাম প্রয়োজন মতো পরিবর্তন করে নিবেন ( adsense > settings > account information ) এই অপশন থেকে ।
যদি আপনার সাইট অ্যাডসেন্স পাওয়ার যোগ্য হয় তাহলে ১০০% এই পদ্ধতিতে অ্যাডসেন্স পাবেন। কারণ আমিও এই সমস্যার মধ্যে পড়েছিলাম এবং এভাবেই সমস্যা সমাধান করেছি। অন্য ফোন থেকে অ্যাপ্লাই করার ১ দিন পরেই অ্যাডসেন্স পেয়েছিলাম ।