আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ( you have already an adsense account ) : কিভাবে সমাধান করবো ?

 আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ( you have already an adsense account ) : কিভাবে সমাধান করবো ?


নতুন ব্লগার তাদের ব্লগিং ক্যারিয়ারে এই সমস্যার মধ্যে পরে থাকে । ব্লগিং শুরু করার কিছু দিনের মধ্যেই তারা ইনকাম করার চিন্তা করে থাকে। কিন্তু তাদের ভিজিটরের প্রতি কোনো খেয়াল থাকে না । হুট করেই অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে , অ্যাডসেন্স এর নিয়ম নীতি পড়া ছাড়াই।

কিন্তু গুগলে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে হলে ভিজিটর থাকতে হবে পর্যাপ্ত পরিমানে । ভিজিটর ছাড়া অ্যাডসেন্স এর কোনো মূল্যই নেই। অনেকেই বলে অ্যাডসেন্স সোনার হরিণ । অ্যাডসেন্স পাওয়া অনেক কঠিন ! কিন্তু আমি মনে করি অ্যাডসেন্স পাওয়া অনেক সহজ কিন্তু অ্যাডসেন্স পেয়ে সঠিক ভাবে ইনকাম করাটা অনেক কঠিন। 

You have already an adsense account


আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ভাগ করবো, কিভাবে " আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে " এই সমস্যার সমাধান করবো ।


তার আগে জেনে নেই অ্যাডসেন্স পেতে বা অ্যাপ্লাই করার জন্য কি কি প্রয়োজন :


গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে ইউনিক পোস্ট । আর ইউনিক পোস্ট বলতে বুঝায় , অন্য ওয়েবসাইটে যে পোস্ট গুলো আছে তার সাথে আপনার ব্লগ পোস্ট যেনো পুরোপুরি মিলে না যায়।


বাংলা ওয়েবসাইটের জন্য ৪০০+ ওয়ার্ড ২০-২৫ টা পোস্ট লিখেই অ্যাডসেন্স পাওয়া যায়। সাথে ৩ টা পেজে থাকতে হবে (বাধ্যতামূলক ) ১. About Us ২. Contact Us ৩. Privacy & policy । এই ৩ টা পেজে থাকতেই হবে । তবে আরো কিছু পেজে থাকলে সবচেয়ে ভালো হয় এবং গুগল বেশি গুরুত্ব দেয় । আরো কিছু পেজে বলতে , Disclaimer , Terms and conditions , sitemap । আমি আপনাকে এই মোট ৬ টা পেজ রাখার জন্য অনুরোধ করবো । তবে আপনি চাইলে শুধু প্রথম ৩ টা পেজ রাখতে পারেন। এবং প্রথম ৩টা পেজ দিয়েই অ্যাডসেন্স পাওয়া যায়।


আপনার ইতিমধ্যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে : কিভাবে সমাধান করবো ?

গুগলের শর্ত অনুযায়ী একজন মানুষের জন্য একটা অ্যাডসেন্স । একজন মানুষ সর্বোচ্চ একটা অ্যাডসেন্স ব্যাবহার করতে পারবে । কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়েই অনেক গুলো সাইট পরিচালনা করতে পারবেন। একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট create করার ফলে এই সমস্যাটি হয়ে থাকে ( you have already an adsense account ) 

তবে এই সমস্যাটি সমাধান করাও খুব কঠিন কিছু না । 


এই সমস্যাটি সমাধান করতে যে কাজ গুলো করতে হবে :

You have already an adsense account


★ অন্য ফোনে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে ।

অন্য ফোনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে কাজ গুলো করবেন -


• আগে যে অ্যাড্রেস ব্যাবহার করেছিলেন তা বাদে অন্য অ্যাড্রেস ব্যাবহার করবেন ।

• আগে যে ফোন নম্বর ব্যাবহার করেছিলেন সেটা বাদে অন্য ফোন নম্বর ব্যাবহার করবেন ।

• আগে যে নাম ব্যাবহার করেছিলেন সেটা বাদে অন্য নাম ব্যাবহার করবেন । 


অ্যাডসেন্স পাওয়ার পরে আপনার অ্যাড্রেস , নাম প্রয়োজন মতো পরিবর্তন করে নিবেন ( adsense > settings > account information ) এই অপশন থেকে ।


যদি আপনার সাইট অ্যাডসেন্স পাওয়ার যোগ্য হয় তাহলে ১০০% এই পদ্ধতিতে অ্যাডসেন্স পাবেন। কারণ আমিও এই সমস্যার মধ্যে পড়েছিলাম এবং এভাবেই সমস্যা সমাধান করেছি। অন্য ফোন থেকে অ্যাপ্লাই করার ১ দিন পরেই অ্যাডসেন্স পেয়েছিলাম ।



Post a Comment (0)
Previous Post Next Post