বিপ অ্যাপ কি ( what is the Bip App )

 বিপ অ্যাপ কি ? ( What is the Bip App )

বিপ একটি নিরাপদ প্ল্যাটফর্ম যা সবার জন্য ফ্রি । বিপ অ্যাপ ( Bip App ) ব্যাবহার করে মানুষ নিরাপদভাবে ভিডিও কলিং ও ম্যাসেজিং খুব সহজেই করতে পারবে। এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং ইমোর মতোই ফিচার যুক্ত। কিন্তু বিপ অ্যাপটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত ।

Bip app


ভিডিও কলিং ও ম্যাসেজিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল ইমো ( imo ) । কিন্তু মুসলিমদের জন্য অ্যাপটি ব্যাবহার করা ঠিক না । কারণ ইমো অ্যাপসের মধ্যে প্রায় সব বিজ্ঞাপন-ই পর্ণোগ্রাফি বললেই চলে । এবং সব মানুষই বিরক্তবোধ করতো । ইমো অ্যাপ ব্যাবহারের ফলে আমরা দিন দিন আমাদের ঈমান নষ্ট করে ফেলছি। তাই ইমো অ্যাপ বর্জন করুন এবং বিপ ( Bip ) অ্যাপ ব্যাবহার করুন।

 বিপ অ্যাপ কোন দেশের ?

Bip app details


 তুর্কি পেসিডেন্ট এর আহ্বানে এই অ্যাপটি তৈরি করা হয়। এপসটি খুব অল্প সময়ের মধ্যেই রেকর্ড করে ফেলছে। ইমোতে বর্তমানে ৪.১★ রেটিং রয়েছে। কিন্তু এই অ্যাপটি কিছু দিনের মধ্যেই ৪.৫ ★ রেটিং পড়েছে। 

বিপ অ্যাপসের ডেভলপার কে ?

BiP A.S. বিপ অ্যাপসের ডেভলপার। বিপ অ্যাপটি' র মধ্যে বর্তমানে ১০০ টি ভাষা রয়েছে। সাথে গ্রুপ চ্যাট করার ফিচার ও আছে । সর্বোচ্চ ১০ জন একসাথে গ্রুপ চ্যাট করতে পারবে । এখন প্লেস্টোর এ বিপ অ্যাপসের ৪.৫★ রেটিং (১M+ রিভিউ ) , ৫০M+ ডাউনলোড । (ফাইল সাইজ: ৩৪এমবি)

ডাউনলোড বিপ অ্যাপ ( Download Bip App ) 

এই অ্যাপটি সবার জন্য ফ্রি । যে কেউ ব্যাবহার করতে পারে। বর্তমানে প্লেস্টোর এবং অ্যাপল স্টোর ( OS & IOS ) দুই প্ল্যাটফর্ম পাওয়া যাবে বিপ অ্যাপ। 

প্লেস্টোর ডাউনলোড লিঙ্ক : Download Bip App ( play store )


আরো পড়ুন : • আপনার শিশুদের জন্য ৯ টি মারাত্বক বিপদজনক অ্যাপ


Post a Comment (0)
Previous Post Next Post