ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়

 ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়

ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়


কিছু কিছু সময় ফোন না ব্যাবহার করলেও বা ব্যাবহারের তুলনায় অস্বাভাবিক ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। স্মার্ট ফোনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যাটারি। অনেক কারণেই ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

যে কারণে অতিরিক্ত ব্যাটারি চার্জ শেষ হয় :

• ব্রাইটনেস বেশি রাখার কারণে

• অতিরিক্ত অ্যাপস ইনস্টল করার জন্য

• ভাইব্রেট থাকার কারণে

• বিভিন্ন নোটিফিকেশন আসার কারণে

• ফোনে অধিক সময় লাইট মোড থাকার কারণে


ব্যাটারি সম্পর্কে কিছু ভূল ধারণা :

আমার অনেকেই মনে করে থাকি ব্যাটারিতে ১০০% চার্জ দিতে হবে এবং ০ % থেকে ব্যাটারি চার্জ দিতে হবে । কিন্তু লিথিয়াম-আয়ন ব্যাটারি শতভাগ চার্জ দিলে ব্যাটারির উপর অনেক চাপ সৃষ্টি হয় । আবার ০ % চার্জ আসার পর ব্যাটারি চার্জ দিলে ব্যাটারিতে থাকা রাসায়নিক দুর্বল হয়ে পড়ে । ফলে ব্যাটারির আয়ু কমতে থাকে । ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ২০% এর উপরে থাকা অবস্থায় চার্জ দিতে হবে এবং সর্বোচ্চ ৮৫% চার্জ দিতে হবে। বেশ কয়েকদিন পর পর ১০০% চার্জ দিতে পারেন।

ব্যাটারির চার্জ অধিক সময় ধরে রাখার উপায়

• ব্রাইটনেস কমিয়ে রাখুন

• adaptive brightness অন রাখুন

• ফোনের ডার্ক মোড ব্যাবহার করুন

• অতিরিক্ত ব্যাটারি ব্যাবহৃত অ্যাপসের background restrictions করুন

• ভাইব্রেট মোড সবসময় বন্ধ রাখুন

• ব্যাটারি saver চালু রাখুন

• ব্যাটারি অপটিমাইজেশন অ্যাপ ইন্সটল রাখুন



 ব্রাইটনেস কমিয়ে রাখুন 

ফোনের ব্যাটারি সেভ রাখতে সর্বপ্রথম কাজ ব্রাইটনেস কমিয়ে রাখা । ব্যাটারির অধিকাংশ চার্জ শেষ করে ডিসপ্লে ব্রাইটনেস । অতিরিক্ত ব্রাইটনেস শুধু ফোনের ব্যাটারির জন্য কমিয়ে রাখবেন তা কিন্তু একেবারেই না । অতিরিক্ত ব্রাইটনেস আপনার চোখের জন্য অনেক ক্ষতিকর । তাই নিজের চোখের চিন্তাও করুন।

ফোনের ডার্ক মোড ব্যাবহার করুন

ডার্ক মোড


সবসময়ই ফোনের ডার্ক মোড অন রাখুন । এতে ব্যাটারি অনেকেটাই কম শেষ হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডার্ক মোড চোখের জন্য অনেকটাই উপকারী । অধিক সময় লাইট মোড অন করে ফোন ব্যাবহার করলে অন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।

adaptive brightness অন রাখুন

Adaptive brightness


Adaptive brightness হচ্ছে একটা সিস্টেম যেটা আপনার পরিবেশের সাথে অটোমেটিক্যালি ব্রাইটনেস অ্যাডজাস্ট থাকবে । মানে যেখানে রোদ থাকবে সেখানে অটোমেটিক্যালি বেশি হয়ে যাবে ব্রাইটনেস এবং যেখানে রোদ থাকবে না সেখানে অটোমেটিক্যালি ব্রাইটনেস কমে যাবে। 

অতিরিক্ত ব্যাটারি ব্যাবহৃত অ্যাপসের background restrictions করুন

Background Restrict


অনেক অ্যাপস আছে যেগুলো সবচেয়ে বেশি ব্যাটারির চার্জ ক্ষয় করে । যেমন: MX player , Shareit , Facebook , Messenger , Imo ইত্যাদি অ্যাপস রয়েছে যেগুলো অতিরিক্ত ব্যাটারি চার্জ ক্ষয় করে । এবং Shareit ও imo অ্যাপস অতিরিক্ত নোটিফিকেশন করে থাকে আমাদের যা অপ্রয়োজনীয় বললেই চলে । আপনি চাইলেই এই অ্যাপস গুলোর background restrict করতে পারেন । ফলে এই অ্যাপস থেকে আর কোনো নোটিফিকেশন করতে পারবে না । কিন্তু অ্যাপস গুলো কোনো অসুবিধা ছাড়াই ব্যাবহার করতে পারবেন । 

ভাইব্রেট মোড সবসময় বন্ধ রাখুন

ভাইব্রেট মোড চালু রাখলে কোনো সমস্যা নেই । কিন্তু যখন ফোন ভাইব্রেট থাকা অবস্থায় ফোন ভাইব্রেশন হয় তখন অতিরিক্ত ব্যাটারি শক্তি প্রয়োজন হয় । তাই চেষ্টা করুন সবসময় ভাইব্রেট মোড বন্ধ রাখার। 

ব্যাটারি saver চালু রাখুন

ব্যাটারি saver অনেকটাই গুরুত্বপূর্ণ ব্যাটারি ক্ষয় কমাতে। 

ব্যাটারি অপটিমাইজেশন অ্যাপ ইন্সটল রাখুন

ব্যাটারি অপটিাইজেশনের অ্যাপ


ব্যাটারি সেভিং অপটিমাইজেশন অ্যাপস ফোনে ইনস্টল করতে পারেন । ব্যাটারি সেভিং অপটিমাইজেশন অ্যাপস গুলো ফোনের অতিরিক্ত ব্যাবহৃত অ্যাপ খুঁজে সেই অ্যাপসের background বন্ধ করতে সাহায্য করে । 



Post a Comment (0)
Previous Post Next Post