নতুন ব্লগার দের যে কাজ করা উচিত না
নতুন ব্লগার অনেক ভুল করে থাকে যা করা একদমই ঠিক না । ব্লগিং করতে হলে কিছু নিয়ন মেনে কাজ করতে হবে । অনেকেই ব্লগিং শুরু করার আগেই ভিজিটরের কথা না চিন্তা করেই টাকার চিন্তা করে। এবং আরও অনেক মারাত্মক ভুল করে থাকে।
নতুন ব্লগার যে ভূল গুলো করে থাকে
• নিজেই নিজের ব্লগ অতিরিক্ত ভিজিট করে
• অতিরিক্ত টেমপ্লেট পরিবর্তন করে
• অন পেজ , অফ পেজ এসইও না জেনেই অতিরিক্ত পোস্ট করে
• ভিজিট ফর ভিজিট ( ভিজিটের বিনিময় ভিজিট করে )
• ব্লগ শুরু করার আগেই টাকার চিন্তা করে
• ভিজিটর আসে না কেনো বা ছোট ছোট সমস্যা নিয়ে হতাশ হয় / অতিরিক্ত চিন্তা করা
• নিজেই নিজের ব্লগ অতিরিক্ত ভিজিট করে :- এডমিন প্যানেল থেকে নিজেই নিজের ব্লগ অতিরিক্ত ভিজিট করা একদম মারাত্মক ভুল । দিন দিন আপনার ব্লগ ডাউন হাওয়ার সম্ভাবনা রয়েছে । এবং অ্যাডসেন্স থাকা অবস্থায় নিজের ব্লগ নিজে ভিজিট করলে অ্যাড লিমিট করে দিবে ( কমপক্ষে ১ মাসের জন্য ) । অর্থাৎ ১ মাসের জন্য অ্যাড দেখানো বন্ধ করে দিবে। এবং আরও অনেক সমস্যায় পড়বেন নিজের ব্লগ নিজেই ভিজিট করলে ।
• অতিরিক্ত টেমপ্লেট পরিবর্তন করে:- নতুন ব্লগার দের এটা যেনো অভ্যাস ! যেটা আমিও প্রথমে করছি । কিছু কিছু দিন ৭০-৮০ টা টেমপ্লেট ও পরিবর্তন করতাম। পরিবর্তন করে দেখতাম কেমন দেখা যায়। কিন্তু অতিরিক্ত টেমপ্লেট পরিবর্তন করা মারাত্মক ভুল । অতিরিক্ত টেমপ্লেট পরিবর্তন করলে গুগল আপনার সাইটটি ট্রাস্টেড নাও মনে করতে পারে । আর অতিরিক্ত টেমপ্লেট পরিবর্তন করলে গুগল পোস্ট ইনডেক্স হতে অনেক সময় লাগে । মূল কথা হচ্ছে সব টেমপ্লেট সাইট এর জন্য ভ্যালিড না । কিছু কিছু টেমপ্লেট ( ফ্রী টেমপ্লেট ) এ অনেক সমস্যা থাকে যার কারণে সার্চ কনসোল ওয়ারনিং দেয় ।
• অন পেজ , অফ পেজ এসইও না জেনেই অতিরিক্ত পোস্ট করে :- নতুন ব্লগার মনে করে পোস্ট করলেই ভিজিটর আসবে সাইটে । যেটা একদমই ভূল ! উল্টা পাল্টা ( সেও করা ছাড়া ) পোস্ট করলে কখনোই ভিজিটর পাবেন না । আর অতিরিক্ত করার কোনো দরকার নেই। আপনি ভালো মানের পোস্ট করেন একটু বড়ো করে। ভালো মানের পোস্ট কম থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু পোস্ট এ যেনো কোনো plagiarism না থাকে। খেঁয়াল করুন ১০০% ইউনিক পোস্ট করার। ভালো মানের পোস্ট করলে গুগল ভালো ভাবে দেখে এবং খুব দ্রুত ইনডেক্স হয়। পোস্ট করার আগে ভালো ভাবে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সম্পর্কে জানুন।
• ভিজিট ফর ভিজিট ( ভিজিটের বিনিময় ভিজিট করে ) :- নতুন ব্লগার এই ভুল সব সময়ই করে থাকে । অনেক গ্রুপে পোস্ট লিংক শেয়ার করো আর ভিজিটের বিনিময় ভিজিট করে । এটা কখনোই ঠিক না । কারণ এভাবে আপনার সারাজীবন চলবে না । ভালো মানের পোস্ট তৈরি করুন ভিজিটর নিয়ে চিন্তা করতে হবে না । গুগল থেকে অটোমেটিক্যালি ভিজিটর আসবে। ভিজিটের বিনিময় ভিজিট করে নিজের মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এইরকম করলে সাইট টা ডাউন হাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যতক্ষণ স্ক্রিনশট নিতে তার টাইম লাগবে ঠিক ততক্ষণ ই সে আপনার সাইটে সময় ব্যায় করবে । এটা করে কোনো লাভ হবে না ।
• ব্লগ শুরু করার আগেই টাকার চিন্তা করে :- আপনি যদি প্রথমেই টাকার চিন্তা করে ব্লগিং শুরু করেন তাহলে আজকেই ব্লগিং ছেড়ে দিন ! ব্লগিং আপনার জন্য না । ব্লগ থেকে টাকা ইনকাম করা যায় । সেটা আপনার দক্ষতার উপর। আগেই টাকার চিন্তা করলে সফল হতে পারবেন না । আপনার মনে হতাশা ভাব থাকবে টাকা ইনকাম করতে দেরি হলে । আপনার ব্লগিং ক্যারিয়ার নষ্ট হতে পারে আগেই টাকার চিন্তা করলে । আগে ভালো মানের পোস্ট লিখতে থাকুন টাকার চিন্তা বাদ দিয়ে।
• ভিজিটর আসে না কেনো বা ছোট ছোট সমস্যা নিয়ে হতাশ হয় / অতিরিক্ত চিন্তা করা :- ভিজিটর নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। নতুন ব্লগ খুললে পোস্ট ইনডেক্স হতে কিছুদিন সময় লাগে , যার কারণে আপনার ব্লগে ভিজিটর আসতেও সময় লাগে । অনেক ছোট ছোট সমস্যার মধ্যে পড়তে হবে এটাই স্বাভাবিক । ছোট খাটো সমস্যা নিয়ে হতাশ না হয়ে চালিয়ে জান । যে জিনিসের মধ্যে ব্যর্থতা নেই সে জিনিসের কোনো মূল্য নেই । সফলতা আসবে ইনশাআল্লাহ । সফলতা অর্জন করতে আপনার মূল্যবান সময় ব্যায় করুন , সঠিক কাজে লাগান।