ফেসবুক পেজে লাইক বাড়ানোর উপায়
Like logo |
বর্তমানে ফেসবুক বিশ্বের #1 জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। আমরা অনেকেই ফেসবুকে পেজ খুলে থাকি আমাদের ব্যাবসা উন্নতি করতে বা মজা করতে । কিন্তু ফেসবুক পেজে লাইক না থাকার কারণে আমাদের কার্যক্রম সঠিকভাবে চালাতে হই। কারণ ফেসবুক পেজের মূল শক্তি লাইক বা ফলো (follow) ।
কিন্তু আপনি কিছু নিয়ম অনুসরণ করলেই কিছুদিনের মধ্যেই পেজ অনেক লাইক বাড়াতে পারবেন ।
Facebook reactions |
ফেসবুক পেজে লাইক বাড়ানোর ৭ উপায়
• ফেসবুক ফ্রেন্ডের ইনভাইট করুন
• রেগুলার পোস্ট আপডেট করুন
• রেগুলার ভিডিও আপডেট করুন
• পেজ থেকে অন্য গ্রুপে পোস্ট করুন
• পেজ লিংক বা পেজের পোস্ট শেয়ার করুন
• পেজের সাথে মিল রেখে একটা গ্রুপ ক্রিয়েট করুন
• পেজ স্পন্সরড করুন
• ফেসবুক ফ্রেন্ডের ইনভাইট করুন : ইনভাইট করার মাধ্যমে পেজে লাইক বাড়ানো যায় । আপনার ফেসবুক আইডি তে চেষ্টা করুন বেশি ফ্রেন্ড রাখার । এবং আপনার সব বন্ধুদেরকে ইনভাইট করুন । সাথে ম্যাসেঞ্জার এ পেজের লিঙ্ক দিয়ে ম্যাসেজ করতেও পারেন।
• রেগুলার পোস্ট আপডেট করুন: রেগুলার পোস্ট আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ পেজের লাইক বাড়ানোর জন্য। আপনি যত বেশি দিন পোস্ট করবেন ততো বেশি মানুষের কাছে আপনার পেজ বুস্ট হবে। রেগুলার পোস্ট আপডেট করলে ফেসবুক থেকে আপনার পেজ সাজেস্ট করবে অন্যদের লাইক করার জন্য । এবং অন্যদের সাজেস্ট করলে প্রচুর পরিমাণে লাইক পাবেন পেজে।
• রেগুলার ভিডিও আপডেট করুন : আপনার পেজে রেগুলার ভিডিও আপডেট করুন। কারণ বর্তমানে ফেসবুক এ এখন প্রায় ইউটিউবের মতই ভিডিও দেখে থাকে মানুষ। আপনি ভালোমানের ভিডিও আপডেট করতে পারলে অনেক মানুষ সেটা দেখবে এবং পরবর্তী ভালো ভিডিও পেতে আপনার পেজ লাইক বা ফলো করবে।
• পেজ থেকে অন্য গ্রুপে পোস্ট করুন : বড়ো বড়ো গ্রুপে পেজ থেকে যোগদান করুন এবং ভালো মানের পোস্ট করুন গ্রুপে সাথে কমেন্ট করতেও ভুলবেন না । গ্রুপে পোস্ট বা কমেন্ট করলে পেজের লাইক বৃদ্ধি খুব দ্রুত পাবে। সব সময়ই বড়ো বড়ো গ্রুপে এক্টিভ থাকার চেষ্টা করুন।
• পেজ লিংক বা পেজের পোস্ট শেয়ার করুন : যেগুলা পাবলিক গ্রুপ আছে সেখানে আপনার পেজের পোস্ট শেয়ার করুন বা লিঙ্ক শেয়ার করুন । এবং অন্যদের লাইক করার জন্য আমন্ত্রণ করুন।
• পেজের সাথে মিল রেখে একটা গ্রুপ ক্রিয়েট করুন : একটা গ্রুপ এবং একটা পেজ একসাথে ক্রিয়েট করুন এবং গ্রুপ ও পেজ কানেক্ট করুন । কারণ একটা পেজের লাইক বৃদ্ধি করতে অনেক দিন লাগলেও গ্রপের ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না মেম্বার হতে। একটা গ্রুপ খোলার পর দেখবেন কিছুদিনের মধ্যেই ১৫ হাজার বা ২০ হাজার মেম্বার হবে। তখন আপনার পেজে লাইক বৃদ্ধি হতে সময় লাগবে না ।
• পেজ স্পন্সরড করুন : সবচেয়ে জনপ্রিয় এবং কম সময়ে পেজ লাইক বাড়ানোর উপায় হচ্ছে পেজ স্পন্সরড করা । কিন্তু এটা করতে টাকার প্রয়োজন । কিন্তু ইউনিক পেজ লাইক পেতে স্পন্সরড করাই ভাল।