গেম খেলার জন্য ভালো মোবাইল

 গেম খেলার জন্য ভালো মোবাইল

Best phone for gamer


বর্তমানে মানুষের সুখ দুঃখের একমাত্র সাথী স্মার্ট ফোন বললেই চলে । মানুষ এখন মোবাইল ফোন ছাড়া কিছু বোঝেন । কিন্তু এখন মোবাইল ফোন দিয়ে ফেসবুকিং এবং গেম খেলেই টাইম পাস বেশি করে থাকে যুবকরা । 

বর্তমানে PUBG এবং Freefire বেশ জনপ্রিয় অ্যাপ। এই দুইটা গেম এখন শীর্ষে অন্য অন্য গেমসের তুলনায়। কিন্তু দুইটা গেম খেলার জন্য বেশ ভালো মানের মোবাইল ফোনের প্রয়োজন। 

গেম খেলার জন্য যত বেশি প্রসেসর, র‍্যাম এবং সিপিইউ হবে তত ভালো পারফরম্যান্স হবে। সাথে ভালো মানের ডিসপ্লে ও লাগবে । কারণ ভালো মানের ডিসপ্লে না থাকলে গেমিং এ কোনো মজাই থাকে না । ব্যাটারির কথা না বললেই নয়! ব্যাটারি চাই অফুরন্ত । 

চলুন দেখে নেই সবচেয়ে ভালো গেমিং মোবাইল ফোন । যেগুলার র‍্যাম, প্রসেসর, ডিসপ্লে, সিপিইউ এবং ব্যাটারি অনেক ভালো । তবে একটা কথা , ভালো গেমিং মোবাইল ফোন কিনতে অবশ্যই বাজেট একটু বেশিই প্রয়োজন।


ভালো গেমিং মোবাইল ফোন


১. Asus Rog Phone 3

সবচেয়ে ভালো গেমিং ফোনের মধ্যে asus rog phone 3 । এই ফোনটির ফিচার দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না । এই ফোনটিতে ৬.৬৯" (১০৮০×২৩৪০ p ) বিগ ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। সাথে প্রটেকশন রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৬ । র‍্যাম রয়েছে ১৬ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি। গেমারদের জন্য সবচেয়ে ভালো পারফম্যান্স দিবে এই ফোন। সাথে সিপিইউ থাকছে ৪×১.৮ GHz এবং Gpu andreno ৬৫০ । ব্যাটারি সম্পর্কে জানলে আরো অভাগ হবেন । এই ফোনটিতে ৬,০০০ mhA বিগ বাটারি ব্যাবহার করা হয়েছে । Battery life endurance 120 h । সাথে ৩০w ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। গেম খেলার জন্য এই ফোনটি বেস্ট। আরো রয়েছে ৬৪ ,১৩,০৫ মেগা পিক্সেল ক্যামেরা । হাই কোয়ালিটি ভিডিও করাও যাবে । ভিডিও হবে ৪৩২০p ।


২. Samsung galaxy note 20

এই ফোনটিতে ৬.৭" (১০৮০×২৪০০ p) বিগ ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। ট্রিপল ক্যামেরা ৬৪,১২,১২ মেগা পিক্সেল । র‍্যাম ব্যাবহার করা হয়েছে ৮ জিবি। সাথে রয়েছে দুর্দান্ত ব্যাটারি ৪৩০০ mhA । ফাস্ট চার্জিং (২৫w )সুবিধাও তো আছেই । সিপিইউ ৪×১.৮ GHz kyro 585 এবং Gpu andreno ৬৫০- ইউএসএ গেম খেলার জন্য অধিক ব্যাবহার হয় র‍্যাম যা এই ফোনটিতে পর্যাপ্ত রয়েছে।  


৩. Asus Zenfone 7pro

এই ফোনটিতে ও সিপিইউ থাকছে ৪×১.৮ GHz । যার ফলে গেম খেলতে কোনো অসুবিধা হবে না । ৮ জিবি র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। ডিসপ্লে থাকছে ৬.৬৭" এবং প্রটেকশন কর্ণিং গরিলা গ্লাস ৬ । এই ফোনটিতে ৫,০০০ mhA বিগ bettery যা মাত্র ৯৩ মিনিটেই ১০০% চার্জ হবে । সাথে ক্যামেরা থাকছে ৬৪ মেগা পিক্সেল ।


আপনি যদি ভালো মানের ফোন কিনতে চান তাহলে এই তিনটি ফোন কিনতে পারেন । এখানে সাধারণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । কোনো রকম ধারণা দেওয়ার জন্য । 


Post a Comment (0)
Previous Post Next Post