মোবাইলে ভিডিও এডিট করার সফটওয়ার
Photo Edite |
এখন ভিডিও বা ফটো এডিট করার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বেশির ভাগ মানুষই এখন ফটো এডিট করে।
ফটো বা ভিডিও এডিট করার জন্য এখন আর ভালো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়না । সাধারন মোবাইল দিয়েই এডিট করে ভালো মানের ভিডিও তৈরি করা যায়। মানুষের এ চাহিদার সাথে তাল মিলিয়ে সফটওয়ার কোম্পানি তৈরি করে ভালো মানের ভিডিও বা ফটো এডিটিং সফটওয়্যার।
মোবাইল দিয়ে ভিডিও এডিট করার ৬ সফটওয়ার
আমি আজকে ভিডিও এডিট করার ৬ জনপ্রিয় সফটওয়ার নিয়ে আলোচনা করবো। যেগুলা দিয়ে খুব সহজেই ফটো বা ভিডিও এডিটিং করতে পারবেন। এবং হাই hd quality ভিডিও সহজেই তৈরি করতে পারবেন অনেক কম সময়েই।
মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সফটওয়ার
• picsArt photo Editor
• inshot
• kinemaster
• viva
• youcut
• vita
picsArt |
• picsArt photo Editor - এই অ্যাপস টি খুব জনপ্রিয় একটা অ্যাপস। খুব সহজেই আপনার ভিডিও এডিট করতে পারবেন। প্লেস্টোর এ ৪.২★ রেটিং , ১০M reviews এবং ৫০০M + ডাউনলোড হয়েছে । ( ফাইল সাইজ: ৩৪ এমবি)
Inshot |
• inshot - ভিডিও এডিট করার সফটওয়ারের মধ্যে জনপ্রিয় অ্যাপস inshot । Inshot অ্যাপসের রেটিং বেশ ভালো । প্লেস্টোর এ ৪.৮★ রেটিং , 8M+ review এবং ১০০M download । (ফাইল সাইজ: ৩৯এমবি )
Kinemaster |
• kinemaster - অডিও অ্যাড , অডিও cut এবং ভিডিও slow motion করার জন্য দারুন একটা অ্যাপস kinemaster । ৪.৪★ রেটিং এবং ১০০M download হয়েছে ।
Viva |
• viva - দিয়েও খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। এই অ্যাপস টাও বেশ ভালো। ৪.৫★ রেটিং এবং ১০০M download হয়েছে।
YouCut |
• youcut - ৪.৮ ★ প্লেস্টোর এ রেটিং বুঝতেই পারছেন অ্যাপস টা কেমন। ১০০M download এবং ফাইল সাইজ ৩২ এমবি।
Vita |
• vita - এই অ্যাপস টা খুব একটা জনপ্রিয় না । কিন্তু এটা দিয়েও খুব সহজেই ভিডিও বা ফটো এডিটিং করতে পারবেন। ৪.২★ রেটিং , ১০M download ।