স্ক্রিন রেকর্ড করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপস
স্ক্রিন রেকর্ড করার জন্য কম বেশি আমাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপস প্রয়োজন পরে। মোবাইল ফোন এবং কম্পিউটারে জন্য স্ক্রিন রেকর্ডার অ্যাপস খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অ্যাপস। বিশেষ করে যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সার এবং ইউটিউব এ কাজ করার জন্য স্ক্রিন রেকর্ডার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্ক্রিন রেকর্ডার |
অনলাইনে এবং playstore এ অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপস পাওয়া যায় কিন্তু ভিডিও quality , voice quality ভালো মানের না হাওয়ার ফলে অনেক বিরক্তবোধ করি। ভালো মানের ভিডিও না হলে সত্যি খুব বিরক্তকর।
আমি আজকে আপনাদের সাথে সবচেয়ে জনপ্রিয় ৭টি স্ক্রিন রেকর্ডার অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আলোচনা করবো। যেই অ্যাপস গুলা সত্যি খুব জনপ্রিয় এবং অনেক ফিচার (feature) সম্পূর্ণ । খুব সুন্দর ভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং খুব পরিষ্কার voice record হবে । তার সাথে যে ফিচার গুলা পাবেন তা হলো :-
• হাই রেজুলেশন ( 1080P ) video record
• HD Voice
• photo mark & edit
• live screenshot
আজকে যে ৭টি জনপ্রিয় অ্যাপস নিয়ে আলোচনা করবো :-
• GU Screen Recorder With Sound , Clean Screenshot.
• Screen Recorder With Facecam And Audio
• Mobizen Screen Recorder
• Screen Recorder
• Screen Recorder & Video Recorder- X - Recorder
• AZ Recorder
• ADV Recorder
DU recorder |
★ GU Screen Recorder With Sound, Clean Screenshot দারুন একটি অ্যাপস প্লেস্টোর এ 4.5 ★ রেটিং , ফাইল সাইজ: 14 এমবি এবং 1M+ download ।
Screen Recorder With facecam |
★ Screen Recorder With Facecam And Audio এই অ্যাপস দিয়েও ভালোভাবে স্ক্রিন রেকর্ড করার যায় । তবে এটা একটু বড়ো ফাইল সাইজ । প্লেস্টোর এ 4.5★ রেটিং, 5M+ download রয়েছে ।
Mobizen screen recorder |
★ Mobizen Screen Recorder অন্য অ্যাপসের চাইতে একটি বেশি জনপ্রিয় Mobizen অ্যাপস । প্লেস্টোর এ 4.2★ রেটিং , 28এমবি ফাইল সাইজ এবং 100M+ download ।
Screen Recorder |
★Screen Recorder যাদের ফোন ram কম তাদের জন্য সবচেয়ে ভালো অ্যাপস Screen Recorder। 4.3★ রেটিং , 3.7 এমবি ফাইল সাইজ সহ 10M+ download । আমি মনে করি যাদের ফোন ram কম তাদের জন্য best একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস।
X- Recorder |
★ Screen Recorder & Video Recorder- X - Recorder
সব গুলা অ্যাপসের মধ্যে x-recorder সবচেয়ে জনপ্রিয় অ্যাপস এন্ড্রোয়েড ফোনের জন্য । কারণ সবচেয়ে ভালো রেটিং এই অ্যাপসের । প্লেস্টোর এ 4.7★ রেটিং , 100M+ download । ফাইল সাইজ ও অনেক কম 28 এমবি ।
AZ Recorder |
★ AZ Recorder এটাও স্ক্রিন রেকর্ড করার জন্য অনেকেই ব্যাবহার করে । বর্তমানে 4.5★ রেটিং এবং 50M+ download ।
ADV Recorder |
★ ADV Recorder বেশ জনপ্রিয় অ্যাপস স্ক্রিন রেকর্ড করার জন্য। আপনি চাইলে এটাও ব্যাবহার করতে পারেন । 5.5 ফাইল সাইজ , 10M+ download এবং 4.5★ রেটিং ।