ছোলা খাওয়ার উপকারিতা

 ছোলার উপকারিতা

ছোলা খাওয়ার উপকারিতা


উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে ছোলা অন্যতম। ছোলা কাচা, এবং সিদ্ধ দুভাবেই খাওয়া যায়। তরকারি হিসেবেও ছোলা খুব সুস্বাদু খাবার। ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আমিষ এবং অ্যান্টিবায়োটিক থাকে । স্বাস্থ্যের জন্য আমিষ অত্যন্ত প্রয়োজনীয় উপাদান । অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যেকোনো অসুখের বিরুদ্ধে কাজ করে।

ছোলার মধ্যে রয়েছে ভিটামিন - বি এবং জ্বর ভালো করার ক্ষমতা। ভিটামিন বি হৃদপিণ্ডের ক্ষমতা বৃদ্ধি করে । ছোলার মধ্যে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে থাকে । রান্না করে খেলে ছোলার গুণাগুণ বেশি পাওয়া যায়। তবে ছোলা রান্না করার সময় যত কম মসলা দেওয়া যায় সেটার দিকে খেয়াল রাখুন । কারণ ছোলার মধ্যে কম মসলা দেয়াই ভালো।


 ছোলা খাওয়ার উপকারিতা:


• ডায়াবেটিসের জন্য উপকারী : ১৭ গ্রাম প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা ও ৫ গ্রাম ফ্যাট বা তেল থাকে প্রতি ১০০ গ্রাম ছোলার মধ্যে । ডায়াবেটিসের রোগীদের জন্য খুব উপকারী শর্করা । ভিটামিন বি এবং ভিটামিন সি সহ প্রতি ১০০ গ্রাম ছোলার মধ্যে রয়েছে ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেসিয়াম। স্বাস্থ্যের জন্য ছোলা অত্যন্ত উপকারী ।

• যৌনশক্তি বৃদ্ধিতে ছোলার উপকারিতা : যৌনশক্তি বাড়াতে চলা খুব দ্রুত কাজ করে । জমে থাকা পুরনো কাশি ভালো করতেও চলা কাজ করে।  

• রক্তচাপ নিয়ন্ত্রণে ছোলা : রক্তচাপ নিয়ন্ত্রণে ছোলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কারণ ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। ছোলা মেয়েদের হার্ট ভালো রাখতেও অনেক সাহায্য করে ।

• ক্যান্সার রোধে : অধিক পরিমাণে ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কান্সার থেকে সহজেই নিজেদের মুক্ত রাখতে পারেন। ফলিক অ্যাসিড খাবার খেলে সহজেই শরীরের রক্তের অ্যালার্জির পরিমাণ ও অ্যাজমার পরিমাণ কমিয়ে সুস্থ রাখে । তাই ছোলা খাওয়ার অভ্যাস করুন সুস্থ থাকুন।

• রক্তচলাচল বৃদ্ধি করে : রক্ত চলাচল বৃদ্ধি করতে অনেক সাহায্য করে ছোলা । স্বাস্থ্য ঠিক রাখতে রক্তচলাচল করা অত্যন্ত জরুরি । তাই রক্ত চলাচল বৃদ্ধি করতে নিয়মিত ছোলা খাওয়া প্রয়োজন।

সতর্কতা : কিডনির মধ্যে যাদের সমস্যা রয়েছে তারা ছোলা থেকে বিরত থাকুন। এবং ছোলা ভিজিয়ে ১২ গন্টা বা কমপক্ষে ৬ ভিজিয়ে রাখুন তার পর সিদ্ধ করে খাবেন। ছোলা ভিজিয়ে রাখলে ছোলার বাহ্যিক কেমিক্যাল বেরিয়ে যায়। 

Post a Comment (0)
Previous Post Next Post