ঠোঁটের উপরের কালো দাগ দূর করার উপায়

 ঠোঁটের উপরের কালো দাগ দূর করার উপায়

ঠোঁট
ঠোঁট


ঠোঁটের উপরের কালো দাগ দূর করার উপায় আমরা সবাই জানতে আগ্রহী। কারণ আমরা যখন মানুষের সামনে যাই বা মানুষের সাথে কথা বলি তখন মুখের দিকেই আগে চোখ পড়ে । তাই ঠোঁটের উপরে কোনো কালো দাগ থাকলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয।


 এই মৌসুমে ঠোঁট ফেটে যাওয়া স্বাভাবিক । কিন্তু ঠোঁটের যত্ন না নেয়া একদমই স্বাভাবিক ব্যাপার নয়। খুব সহজেই ঠোঁটের উপরের কালো দাগ দূর করতে পারবেন । 


ঠোঁট কেনো কালো হয় ?

• অতিরিক্ত রোদে থাকার কারণে

• ধূমপান করার কারণে

• ঠোঁটের যত্ন না নেওয়ার কারণে


• আমরা অনেকেই রোদে পুড়ে কাজ করি। অতিরিক্ত রোদে থাকে কারণে আমাদের ঠোঁট কালো হয়ে যায়। অতিরিক্ত রোদ ঠোঁটের জন্য খুবই ক্ষতিকর।


• ধূমপান করার কারণে ও ঠোঁট কালো হয়ে যায়। ধূমপানের ধোয়া ঠোঁটে লাগার কারণে ঠোঁটের চামড়া মরে যায় এবং কালচে ভাব আসে ঠোঁটের মধ্যে।


• আমরা অনেক ব্যাস্ততার জন্য ঠোঁটের যত্ন নিতে পারি না । কিন্তু মনে রাখতে হবে ঠোঁট ও আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ। 


ঠোঁট
ঠোঁট


কিভাবে ঠোঁটের কালো দাগ দূর করবো ?

ঠোঁটের উপরের কাল দাগ দূর করার উপায় কি ?


আপনি চাইলে খুব সহজেই আপনার ঠোঁটের কালো দাগ দূর করে গোলাপী করতে পারেন। তার জন্য আপনাকে কোনো ক্রিম বা ওষুধ ব্যাবহার/সেবন করতে হবে না।


১. এক টুকরো লেবুর সাথে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে ২-৩ মিনিট ভালোভাবে ঠোঁটের উপরে ঘষে মরা চামড়া তুলে ফেলুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন এবং ঠোঁটের মধ্যে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। 


২. বাদাম তেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশ্রণ করুন। এবং রাতে ঘুমানোর আগে ৪-৬ মিনিট ম্যাসাজ করুন। বাদাম তেল ও লেবুর রস ঠোঁটের আদ্রতা সহজেই ফিরিয়ে আনবে । সাথে ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করবে।


৩. নিয়মিত পুদিনা পাতার রস ঠোঁটে লাগান। সামান্য পরিমাণ বরফের টুকরো নিয়ে কিছুক্ষন ঠোঁটে ম্যাসাজ করুন । অলভি ওয়েল এবং বাদাম তেলে মিশিয়ে ঠোঁটে লাগান। সহজেই ফিরে পাবেন ঠোঁটের গোলাপী রঙ।


৪. দুধ থেকে দুধের সর আলাদা করুন। তারপর ডালিমের বিচির গুড়ো র সাথে দুধের সর ভালোভাবে মিশিয়ে ঠোঁটে লাগান। দুধের সরের পরিবর্তে ঘি ও ব্যাবহার করতে পারেন।


৫. ঠোঁটের কালো দাগ দূর করতে চিনির সাথে অলিভ ওয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। খুব সহজেই কালো দাগ থেকে মুক্তি পাবেন। 


৬. আপনার ঠোঁট কালো হাওয়ার জন্য অনেক টাই দায়ী লিপস্টিক । আপনি যদি একবার লিপস্টিক লাগিয়ে অনেকক্ষন থাকেন সে ক্ষেত্রে আপনার ঠোঁট কালো হয়ে যেতে পারে। রাতে ঘুমানোর আগে আপনার লিপস্টিক ধুয়ে ফেলুন।


৭. গোলাপের মতো ঠোঁট লাল করতে চান ? তাহলে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন দুধের মধ্যে । কিছুক্ষন পরে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং সাথে কয়েক ফোঁটা মধু ও গ্লিসারিন দিন। আপনার ঠোঁটের কালো দাগ ভালোভাবে দূর করতে ১০-১২ মিনিট পেস্ট গুলো ঠোঁটের মধ্যে রেখে দিন। তারপর সামান্য পরিমাণ তুলো নিয়ে পেস্ট গুলো তুলে ফেলুন। 


 ৮. কমলার খোসা গুড়ো করে সামান্য পরিমাণ গোলাপজল মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগান।


৯. ঠোঁটের জন্য শসা অনেক উপকারী। ভালো ফলাফল পেতে প্রতিদিন শসার রস ঠোঁটে লাগান।


১০. নারকেল তেলের সাথে টমেটো পেস্ট করে মিশিয়ে নিন। এবং ভালোভাবে ঠোঁটে ম্যাসাজ করুন 


ঠোঁটের কালো দাগ দূর করতে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করতে পারেন। সহজেই ঠোঁট গোলাপী করতে পারবেন।




Post a Comment (0)
Previous Post Next Post